প্রদীপ্ত চক্রবর্তী:
চট্টগ্রামের পটিয়ায় এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। হামলার শিকার প্রধান শিক্ষকের নাম শ্যামল কান্তি দে। তিনি পটিয়া উপজেলার হাইদগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গতকাল বৃহস্পতিবার সকালে ২ সহকর্মীসহ অটোরিকশাযোগে স্কুলে যাওয়ার পথে উপজেলার পৌর সদরের বিওসি রাস্তার মোড়ে আগে থেকে ওৎ পেতে থাকা ৬-৭ জন মুখোশ পরা দুর্বৃত্ত তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে মাস্টার শ্যামলকে রিকশা থেকে নামিয়ে দেশি অস্ত্র দিয়ে হামলা করে। দুর্বৃত্তদের হামলায় মাস্টার শ্যামল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই শিক্ষকের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে প্রধান শিক্ষকের উপর হামলার খবর বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ক্লাস বর্জন করে প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ই আগস্টের পর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকায় দুটি গ্রুপের সৃষ্টি হয়। প্রধান শিক্ষককে নিয়ন্ত্রণে এনে নিজেদের পছন্দমত এডহক কমিটি গঠন করার জন্য দুটি গ্রুপই চেষ্টা করছিল। কিন্তু মাস্টার শ্যামল কোন গ্রুপের ডাকে সাড়া না দেয়ায় উভয় গ্রুপ তার উপর ক্ষুব্ধ ছিল। গতকাল একটি গ্রুপ তার ওপর হামলা চালায়।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, মাস্টার শ্যামল ইতিপূর্বে থানায় দুটো ডায়েরি করেছিলেন। এখন ডায়েরিগুলো মামলায় রূপান্তর করে আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫