এ.এস.এম মুরসিদঃ
উত্তরবঙ্গ অর্থাৎ বৃহত্তর রাজশাহী থেকে প্রতি বছর এই সময়ে কৃষি কাজের সন্ধানে শতশত কৃষি শ্রমিক আসেন বোয়ালমারীতে। তাদের অধিকাংশই থাকার জন্য বেছে নেয় বোয়ালমারী রেলস্টেশন প্লাটফর্ম ও আশপাশের জায়গা।
দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত এসব শ্রমিকদের পাশে দাঁড়ান মানবতার ফেরিওয়ালা ও রক্তযোদ্ধা হিসাবে পরিচিত বোয়ালমারীর সুমন রাফি। তাদের নিয়মিত খোঁজ খবর ও দেখভাল করে আসছেন আট-দশ বছর ধরে। এসব শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিজ অর্থায়নে কিনে দিয়ে সহযোগিতা করেন তাদেরকে।
প্রতিদিন রাতে গিয়ে তাদের সাথে আলোচনা করে যার যা প্রয়োজন তা দিয়ে পাশে থাকার চেষ্টা করেন। এসব জিনিসপত্রের মধ্যে রয়েছে মশারী, লুঙ্গি, গামছা, বিছানার চাদর, বালিশ ও অন্যান্য কাপড়। কেউ অসুস্থ থাকলে কিনে দেয় প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রী। তাদের একটু ভালো থাকার জন্য চালিয়ে যান সব ধরনের প্রচেষ্টা।
রাজশাহী-গোপালগঞ্জ ট্রেন চালু হওয়ার পর প্রতি বছরই তার এই কার্যক্রম লক্ষ্য করা যায়। এসব কৃষিজীবী মানুষ রেলগাড়িতে করে রাজশাহী থেকে বোয়ালমারী আসেন এবং কাজ শেষে রেলগাড়িতে নিজ এলাকায় ফিরে যান।
রাজশাহী জেলার তানোর উপজেলা থেকে কৃষি কাজে আসা মো: গেদার আলী জানান, আমরা এখানে আসার পর সুমন রাফি ভাই নিয়মিত আমাদের খোঁজ খবর রাখেন ও বিভিন্ন ধরনের সহযোগিতা করেন। আরেক শ্রমিক কাজল বিশ্বাস বলেন আমার লুঙ্গি ছিলোনা, সুমন রাফি ভাই কে জানানোর পরে তিনি লুঙ্গি কিনে দিয়েছেন।
এসব বিষয়ে সুমন রাফির সাথে কথা হলে তিনি জানান মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে আমি তাদের পাশে দাঁড়াই এবং এই ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫