চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তুম গ্ৰামের এসতারুল হকের মেয়ে হাফসা খাতুন (৭) পানিতে ডুবে মারা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হোগলা বিল দামোসে গোসল করতে গেলে। সিঁড়িতে পিচ্ছিল খেয়ে পানিতে ডুবে মারা যায়। তার মা খোঁজাখুঁজি করে একসময় তার আত্মীয়রা পানিতে ডুবে খোঁজে মৃতের লাশ খুঁজে পাই।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111