মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ ও মনোয়ারা কুতুব উদ্দিন কম্পিউটার একাডেমীতে বৃহস্পতিবার (২১ আগস্ট) ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্টস কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান মামুন উর রশিদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরদার বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোঃ আলমগীর হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর তপন কুমার জোয়ার্দ্দার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রশিক্ষণে শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। এই ধরণের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং ইন্টেলিজেন্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্টস কর্মসূচির কোঅর্ডিনেটর ও ইসলামী বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাঃ জসিম উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাঃ শরিফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার তাকদীর আহমেদ ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মুহাম্মদ নাজির উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র, ব্যাগ, কলমসহ প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।
জানা যায়, প্রতি ব্যাচে ২৫জন করে মোট ১৭৫জন এক বছর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (ইডিজিই) প্রকল্প দ্বারা স্পন্সরকৃত।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫