আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেইজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং হেকস ইপারের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
থ্রাইভ প্রজেক্টের প্রজেক্ট কর্মকর্তা মোঃ লুৎফর রহমান রাফিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাকলাইন হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওয়াসিম আকরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী, এস আই স্বপন কুমার সরকার, সাংবাদিক, প্রকল্প কর্মী ও প্রকল্পের অংশগ্রহনকারী প্রমূখ।
প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোঃ আলতাফুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারণা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, মতবিনিময় সভার উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম, বেইজ লাইন সার্ভের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমূহ উপস্থাপন করেন।
মক্ত আলোচনায় প্রকল্পের অংশগ্রহণকারীরা তাদের কমিউনিটির সমস্যা গুলো তুলে ধরেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী ডাসকো ফাউন্ডেশনের কাজের স্বচ্ছতা এবং বেইজলাইন সার্ভের মাধ্যমে প্রাপ্ত ডাটার প্রসংসা করে বলেন, সুবিধা বঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে দারিদ্রমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫