মানিক কুমার দাসঃ
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ফরিদপুর মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর মহানগর কৃষক দলের উদ্যোগে সংগঠন সভাপতি এ্যাডঃ মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বেএকটি বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে আরম্ভ হয়ে শহর প্রদক্ষিণ করে। শহরের ইমাম উদ্দিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন , যুগ্ম আহবায়ক আজম খান, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্যাস্টিট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খাঁন বাবুলকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জ্ঞাপন পূর্বক বলেন যে, আগামী রবিবার এর মধ্যে শহীদুল ইসলাম বাবুলকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর ফরিদপুর অচল করে দেওয়ার হুশিয়ারি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫