হানিফ উদ্দিন সাকিব:
নোয়াখালী হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপারের দায়ে একটি যাত্রীবাহী ট্রলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ আগস্ট) বিকেলে নলচিরা ঘাটে এ জরিমানা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় চেয়ারম্যানঘাট-নলচিরা রুটেও যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে এমভি মায়ের দোয়া নামের ট্রলারটিকে নলচিরা নৌপুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ট্রলার মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এ সময় সাংবাদিকদের জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আদেশ অমান্য করে যাত্রী পারাপারের দায়ে একটি ট্রলারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের নৌপুলিশের টহল অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫