নওগাঁ জেলার মান্দা উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৪ আগস্ট) ভোররাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পাবনার আমিনপুর এলাকার মৃত গফুর শেখের ছেলে সেলিম শেখ (৪৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া গ্রামের আবদুল হকের ছেলে মোহাম্মদ সিরাজ (৪৫) ও কেয়াটোলা গ্রামের ইউনুস আলীর ছেলে সাহাবুদ্দীন (৪২) এবং পটুয়াখালী জেলার বাগুরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দেখে সন্দেহ হয়। সন্দেহের জের ধরে ট্রাকে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় কয়েকজন পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা চারজনকে আটক করে তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত বেশিকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের পুলিশের টহল দল একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দেখে সন্দেহ হয়। এরই জের ধরে এসআই আমিনুল জিজ্ঞাসাবাদ করাকালে কয়েকজন পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ডাকাতি করার সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫