কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ১৫৪ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৭ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.২৩%।
জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৩ হাজার ৬ শত ৪২ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৮৮ হাজার ৫ শত ৮ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৫ হাজার ১ শত ৩৪ জন রোগী। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭ শত ৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২ শত ৬৪ জন রোগী। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় মারা গেছেন ৬৭১ জন রোগী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha