আবুল হোসেন:
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম সবুর শাহীন, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা মো. রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মোহন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী খান, উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদুল ইসলাম ফরিদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইসমাঈল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো: ইদ্রিস মোল্লা, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হিমেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ছরেয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাজিউর রহমান রাসেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান, পৌর যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন মন্ডল,
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার মাহমুদসহ উপজেলা, পৌর ও চার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. নঈম আনছারী বলেন, “বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পরে তিনি উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতৃবৃন্দের হাতে সদস্য ফর্ম তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫