আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে ১৭৪ বস্তা রাসায়নিক সার মজুদ করা ও লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রয় করার অপরাধে শাজাহান কীটনাশক বিপনি বিতানের পরিচালক শাজাহানকে ২০ হাজার টাকা জরিমানার করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১৭৪ বস্তা রাসায়নিক সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্য তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে শাজাহান কীটনাশক বিপনি বিতানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই অবৈধ ভাবে রাসায়নিক সার মজুদ ও বিনা লাইসেন্সে রাসায়নিক সার বিক্রয় হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে গেলে ১৭৪ বস্তা রাসায়নিক সার পাই এবং বিনা লাইসেন্সে কীটনাশক বিক্রয় করে। ভ্রাম্যমাণ আদালতে রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারা মোতাবেক ২০০০০/- টাকা জরিমানা করা হয়েছে । একই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাকলাইন হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫