সেলিম সানোয়ার পলাশ:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় শতাধিক পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা প্রশাসন।
খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম. মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
চর আষাড়িয়াদহ ইউনিয়নের নিম্নাঞ্চল পদ্মা নদীর পানিতে প্লাবিত হয়। এতে ওই অঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। চলমান ভাঙনে অনেক পরিবার ইতোমধ্যেই বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছে। ভাঙনকবলিত অনেকে ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে বরেন্দ্র অঞ্চলের ভেতর চলে যাচ্ছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি বলেন, “উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। যাদের জরুরি সহায়তা প্রয়োজন, তারা যেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।”
স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকেও দ্রুত পুনর্বাসন ও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫