ইনামুল খন্দকার:
মধুখালী উপজেলার বাসিন্দা মুদি দোকানী মো. শহিদুল বিশ্বাসের বাড়িতে রান্না করা কুরবানির গরুর গোশতের টুকরায় ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা নামটি ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা গোশতের টুকরাটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী মধ্যপাড়া গ্রামের শহিদুল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, গোশতের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ এবং অপর পিঠেও ‘আল্লাহ’ লেখা রয়েছে। গোশতের টুকরাটি দেখতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছেন।
মো. শহিদুল বিশ্বাস বলেন, কুরবানির মাংস ফ্রিজে রাখা হয়েছিল। আত্মীয়স্বজন বাড়িতে আসায় কুরবানির মাংস দুপুরে রান্না করার পর খাবারের সময় দেখতে পাই, প্লেটের এক টুকরা মাংসে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা রয়েছে এবং অপর পিঠেও ‘আল্লাহ’ লেখা। পরে স্থানীয় মসজিদের ইমামের পরামর্শ নিয়ে মাংসের টুকরা সংরক্ষণ করে রেখেছি। শুক্রবার মিলাদ মাহফিল করে পরিষ্কার পানিতে ফেলে দেওয়ার কথা বলেছে।
স্থানীয় পশু চিকিৎসক ডা. মোঃ শরিফুল ইসলাম বলেন, “মাংসের টুকরাটি এক নজর দেখতে আসছি। সব আল্লাহর গরু, রহস্য জানি না ভালো হবে কি না। তবে গরুর গোশতে উপর আল্লাহ লেখা—এমন ঘটনায় আল্লাহর কাছে শুকরিয়া।”
গোশতের টুকরা দেখতে আসা রেজাউল ইসলাম বলেন, “এমন ঘটনা এর আগে টিভি-পত্রিকায় দেখেছি-পড়েছি। তবে এবার বাস্তবে দেখলাম। মহান আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখতে পেয়ে খুব ভাগ্যবান মনে হচ্ছে।”
এলাকাবাসী জানান, মহান আল্লাহর এমন নাম অনেক সময় আমরা ফেসবুক ও মিডিয়ায় দেখতে পাই। এবার আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেছে। সৃষ্টিকর্তার এটি অলৌকিক ক্ষমতা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫