ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের দরুনা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও টগরবন্দ ইউনিয়নের নদী ভাঙন এলাকার ইকড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছাতা, স্কুল ড্রেস, জুতা, কলম ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলঅ প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের দরুনা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ৬৮ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা, কলম, খাতা ও টগরবন্দ ইউনিয়ন নদী ভাঙন এলাকার ইকড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ জন শিক্ষার্থীর মাঝে জুতাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালসহ এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. সওরয়ার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫