ফরিদপুরের বোয়ালমারীতে ২৩৫ পিস ইয়াবা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডীবিলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মো. রফিকুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার রাত ১১টায় বোয়ালমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী হলো বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রামের রশিদ মাতুব্বরের ছেলে মনির মাতুব্বর (২৮) ও কবির হোসেনের ছেলে মো. রাসেলউদ্দিন (২০)।
এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা বড়ি ছাড়াও চারটি সিম কার্ড সহ তিনটি মোবাইল সেট ও এক হাজার পাঁচশ টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫