পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে যতীন্দ্রনাথ রায় (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চেংঠিহাজরা ডাংগা ইউনিয়নের হাজরাঙাংগা লক্ষীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যতীন্দ্রনাথ ওই এলাকার রাজমোহনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে চেংঠিহাজরা ডাংগা ইউনিয়নের চেয়ারম্যান অনীল চন্দ্র সেন জানান, বৃহস্পতিবার বিকেলে যতীন্দ্রনাথ ৩/৪ জন নারী কৃষাণী নিয়ে তার বাড়ির পাশের রোপা আমন ক্ষেতে নিড়ানীর কাজ করছিলেন।
এসময় মুষলধারে বৃষ্টি শুরু হলে নারী কৃষানীরা বাসা চলে আসতে শুরু করেন। পরে যতীন্দ্রনাথ বৃষ্টির পানি ক্ষেতে আটকানোর জন্য ক্ষেতের আইল বাধাঁ শুরু করেন।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। পরে ওই নারী কৃষানীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান তারা। পরে ধর্মীয় রীতিতে তার লাশ সৎকার করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জামাল উদ্দীন বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সুরৎহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫