আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ১৮ আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এই সপ্তাহব্যাপী কর্মসূচি ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন র্যালি বের হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।
র্যালির পর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাইম হোসেন বিপ্লব। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান সিকদার এবং মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন।
বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণে অভয়াশ্রমের গুরুত্ব, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের প্রশংসা করেন। তারা স্থানীয় মৎস্যজীবীদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং টেকসই মৎস্য চাষের উপর জোর দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার বিতরণের মাধ্যমে মৎস্য চাষে অবদান রাখা ব্যক্তি ও সমিতিগুলোকে উৎসাহিত করা হয়। এই আয়োজন মৎস্য খাতের প্রতি স্থানীয় জনগণের আগ্রহ বৃদ্ধি এবং দেশীয় মাছের সংরক্ষণে গণসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫