মুস্তাফিজুর রহমান শিমুলঃ
“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় মতস্য সপ্তাহ ১৮আগস্ট হতে ২৪ আগস্ট-২০২৫এর উদ্বেধধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় মতস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মতস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মতস্য কর্মকর্তা মোঃ নাইম হোসেন বিপ্লব, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান সিকদার ও মতস্যজীবী সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। সভা শেষে মতস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫