বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক জাকারিয়া হোসেন আদালতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন।
মামলার আসামিরা হচ্ছেন- কুষ্টিয়ার জগতি সুগার মিলের উপ-ব্যবস্থাপক (ভাণ্ডার) মো. আল আমিন, গুদাম রক্ষক মো. ফরিদুল হক ও মিলের শ্রমিক সর্দার বশির উদ্দিন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সুগার মিলের গুদাম থেকে ৫২ হাজার ৭০০ টন চিনি আত্মসাৎ করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ ২০ হাজার ১০০টাকা।
এ বিষয়ে কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাকিবুল ইসলাম বলেন, গুদাম থেকে চিনি উধাওয়ের ঘটনার বিষয় নিয়ে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ জুন কুষ্টিয়া সুগার মিলের ষ্টক রেজিস্টারের সঙ্গে গুদামে রক্ষিত চিনির পরিমাণ মেলাতে গিয়ে ৫২ হাজার ৭০০ টন চিনি উধাও হওয়ার ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মিলের গুদাম কর্মকর্তা ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। গুদাম থেকে চিনি গায়েবের ঘটনায় সে সময় কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha