মানিক কুমার দাসঃ
ফরিদপুরের ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ ও মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর কোর্ট চত্বরের সামনে ২৪ গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলাকারী পুলিশের ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ নারী ব্যবসায়ী ও খুনি গোলাম মোহাম্মদ নাছিরের ফাঁসির দাবিতে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ১০৫৫ এর সভাপতি ইয়াসিন মোল্লা সভাপতি কে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আন্ত জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মানা সাধারণ সম্পাদক গোলাম আজাদ, মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট স্বাধীন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব মিয়া, জুলাই যোদ্ধা সোহেল রানা , রত্না বেগম প্রমুখ।
বক্তারা এ সময় বিগত দিনে গোলাম মোহাম্মদ নাছিরের বিভিন্ন অপকর্ম তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন ক্ষমতাসীন দলের সদস্য হওয়ার সুবিধা নিয়ে এব শ্রমিক লীগের সভাপতি সুবিধা নিয়ে নাছির দিনের পর দিন অপকর্ম করেছে । ভিন্ন মতের লোকজনের উপর মামলা হামলা করেছে তাদের উপর তার লোকজন শারীরিকভাবে নির্যাতন করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে তিনি নিজে উপস্থিত থেকে ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছেন।
বক্তারা বলেন নাছির বর্তমানে কারাগারে থাকলেও তার লোকজন শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে তারা যেকোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। তার কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে অবিলম্বে তা উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
বক্তারা ছাত্র জনতার উপর হামলার নেতৃত্বদানকারী গোলাম নাছিরের ফাঁসি দাবি করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫