আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় থানার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আজমীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম জামিল হোসেন। সঞ্চালনা করেন এস আই রফিকুজ্জামান। এসময় এস আই ফরহাদ হোসেন, এস আই মাহমুদুল হাসান ও এস আই ওয়াসেকসহ থানার কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজ থেকে মাদক নির্মূল, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনসহ জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫