আসলাম ব্যাপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে অভিনব কৌশলে ৭৫ বছরের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের সময়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে ওই জমিতে ট্রাকভর্তি বালু ফেলে দেন এক যুবদল নেতা ও তার সহযোগীরা।
ভুক্তভোগী কৃষক শেখ আলীমদ্দীন (৬৫) চরসুলতানপুর গ্রামের মৃত শেখ মফিজ উদ্দীনের ছেলে। তিনি জানান, তার বাবা ৭৫ বছর আগে জমিটি ক্রয় করেন। তৎপরবর্তীতে সেখানে বসতবাড়ি ও কৃষিজমি হিসেবে ব্যবহার করে আসছেন। কয়েক বছর আগে জানতে পারেন, জমিটি চাচা আব্দুল মজিদের নামে রেকর্ড হয়েছে। পরে মামলা করলে আদালত তার পক্ষেই রায় দেন। এ অবস্থায় সম্প্রতি প্রভাবশালীরা ৪০ শতাংশ জমি বায়না রেজিস্ট্রি করে নেয়।
শুক্রবার দুপুরে স্থানীয় আলীয়াবাদ ইউনিয়ন যুবদল নেতা মো. ওহিদুল ইসলাম (ওহিদ বিশ্বাস) ও ইমারত মোল্যার নেতৃত্বে বহিরাগতদের নিয়ে ঘটনাস্থলে বালু ফেলা হয়। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে অজ্ঞাত ব্যক্তিদের অবস্থান করতে দেখা যায়।
বায়না রেজিস্ট্রি পত্র অনুযায়ী, গত ২৫ জুন চরভদ্রাসন সাব রেজিস্ট্রার দীপ রানী নন্দী স্বাক্ষরিত আগামী ৬ মাসের জন্য ৬ জনের নামে দলিলটি লেখা হয়েছে। এর মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্যার ছেলে আজিজুল হক মোল্যা, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মাদ আলী আকবরসহ কয়েকজন বিএনপি কর্মী।
অভিযুক্ত শেখ মিজান দাবি করেন, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি। প্রয়োজনে জমি উদ্ধারে বড় অঙ্কের টাকা খরচ ও প্রাণহানির হুমকিও দেন তিনি।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে দখল প্রচেষ্টা ঠেকায়। পরে হয়তো নামাজের সময় বালু ফেলা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষকেই থানায় ডাকা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫