মোঃ নুরুল ইসলামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলা অন্তভুক্ত প্রবাসীদের আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গবাদিপশু এবং নগদ অর্থ প্রদান করা হয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদুরুজ্জামান বদুর সভাপতিত্বে আমিরাবাদ চৌরাস্তায় উপজেলা বিএনপির কার্যালয়ে জন্মবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদন শহিদুল ইসলাম বাবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহ্বায়ক সত্তার মাস্টার, বিএনপি নেতা আবু সাইদ, মাসুদুর রহমান, মিজানুর রহমানসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির নেত্রীবৃন্দরা উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের ১জনকে গরু এবং বাকি ৪জনকে নগদ ১০হাজার টাকা প্রদান করা হয় এবং নেতারা দলের দিক নির্দেশনা প্রদান করেন স্থানীয় নেতাদের।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫