মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে এক আবেগঘন ও স্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন মেগচামী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুল প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন শিক্ষকদের জন্য বিশেষভাবে সাজানো ফুলসজ্জিত গাড়ি প্রস্তুত করা হয়। শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও শুভেচ্ছা বার্তা নিয়ে প্রিয় শিক্ষকদের বিদায় জানান। দীর্ঘদিনের শিক্ষাদান জীবনের স্মৃতি, ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করতে গিয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের চোখে পানি এসে যায়।
বিদায়ী শিক্ষকদের একজন আবেগঘন কণ্ঠে বলেন, "আমরা শুধু শিক্ষক নই, আপনাদের পরিবারেরই সদস্য ছিলাম। এই ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীরা জানান, তাঁদের প্রিয় শিক্ষকদের বিদায় দিতে পারা যেমন গর্বের, তেমনই এটি এক গভীর বেদনার মুহূর্ত। এলাকাবাসীও এই বিদায়ী দৃশ্যে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫