শালিখা প্রতিনিধিঃ
মাগুরা শালিখায় শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নিজ বাড়ি থেকে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মোঃরাজু বিশ্বাস পিতা মোঃআরব বিশ্বাস ও মোঃহারুণ খাঁ পিতা মোঃতোতা খাঁ উভয় সাং-ছয়ঘোরিয়া।
গতকাল বুধবার (১৩ ই আগষ্ট) সন্ধ্যার দিকে তাদের আটক করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মাদক ব্যবসায়ী মোঃরাজু বিশ্বাস ও হারুণ খাঁ দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি টিম এসআই(নিঃ)আনোয়ার হোসেন ও এসআই(নিঃ) কাজী শাহ আলম সহ এএসআই (নি)মোঃ মঞ্জুরুল আলমের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ অভিযান পরিচালনা করে গাঁজা সহ তাদের আটক করে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃওলি মিয়া বলেন,২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ দুজন কে আটক করে থানায় আনা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজি হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এছাড়া শালিখা উপজেলার মদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫