ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপাড়িয়া এলাকায় স্ত্রী আসমা(৪৩) কে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হচ্ছে আটিগ্রাম ধাপারিয়া এলাকার মৃত ইয়াসিন মন্ডলের ছেলে কলিমুদ্দিন(৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ১২ আগস্ট রাতে আটিগ্রাম ধাপারিয়া এলাকার কলিম উদ্দিনের স্ত্রী আসমা খাতুন (৪৩) আত্মহত্যা করেছে এমন সংবাদে তারা ঘটনায়স্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে আসমা খাতুনের মাথায় বড় একটি ক্ষত দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে ঘটনায়স্থলে উপস্থিত পুলিশ সদস্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে ঘটনা স্থলে ওসি গিয়ে উপস্থিত হন। পরবর্তীতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হলে নিহত আসমা খাতুনের স্বামী পুলিশের নিকট বলে তার স্ত্রী আত্মহত্যা করতে গিয়ে পড়ে মাথা ফেটে গেছে। পরে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে সে ঘটনার আসল সত্যতা প্রকাশ করে।
তখন জানা যায় গত তিন দিন যাবত তার দিনমজুরের হাজিরার হিসাব তার স্ত্রী জানতে চাই। তখন হঠাৎ ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় বাড়ির উঠানে পড়ে থাকা একটি ইটের টুকরা দিয়ে তার স্ত্রীকে সে মাথায় আঘাত করে। এ সময় তার আহত স্ত্রীকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের নিকট নিয়ে গেলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক তার স্ত্রীকে মৃত ঘোষণা করে। তখন কোন উপায়ান্ত না পেয়ে তার লাশ নিয়ে গিয়ে বাড়িতে একটি আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় তারা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, গতরাত্রে আত্মহত্যার খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠাই। পরবর্তীতে পুলিশ গিয়ে বিষয়টি সন্দেহ হলে আমরাও সেখানে উপস্থিত হই এবং নিহত স্বামীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা বের করে আনতে সক্ষম হয়। উক্ত ঘটনায় মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং আসামিকে ১৬৪ করানোর জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫