মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল জলিল পিপিএম দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধুখালী থানায় পুলিশ থাকবে, তবে মাদক থাকবে না। তাঁর ভাষায়— “মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে। একসঙ্গে দুটি জিনিস থাকবে না।”
বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী থানা চত্বরে পুলিশের আয়োজনে ‘পুলিশকে সহায়তা করি—মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসপি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের “জিরো টলারেন্স” নীতি রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ ছাড়াও সরকারের আরেকটি সংস্থা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর—কাজ করছে। মাদক নির্মূলে তিনি সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য প্রদান কিংবা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম আবুল ও আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফজলুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ছাত্রদলের রেদওয়ান আবেদীন এবং উপজেলা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সাংবাদিক, থানা পুলিশের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে-তে উপস্থিত বক্তারা খোলামেলা মতামত, অভিযোগ ও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫