কমরেড খোন্দকারঃ
গাজীপুরের তুহিন হত্যা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল বুধবার ভেনিসে অস্থায়ী কার্য়ালয়ে বাংলা প্রেসক্লাব ভেনিসের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায়
সংগঠনের সভাপতি সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন টিভি'র ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন চ্যালেন এস এর ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক তিসা সুলতানা, অর্থ সম্পাদক মুকলেছ সরকার, আইন ও দপ্তর সম্পাদক আবু নাঈম ভূইয়া, মহিলা সম্পাদক নারসিন আক্তার প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আজ বাংলাদেশে সাংবাদিকের কোন নিরাপত্তা নেই, বক্তারা সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ের জোর দাবি জানান এবং গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবির জানান।
বাংলা প্রেসক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় যে ভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে তা খুব উদ্বেগজনক ভাবে বেড়ে চলছে। আজ এভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন চলতে থাকলে দেশে ও আন্তর্জাতিক ভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আর এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে কেউ আর এই মহান পেশায় আসতে চাইবে না ।
তিনি সরকারের প্রতি আহবান জানান, অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন সহ যে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে সেই সেই সকল হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির আওতায় এনে বিচার সম্পন্ন এবং যে সকল সাংবাদিকের মিথ্যা মামলায় বন্দী মুক্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫