ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতালে) ২৪ ঘণ্টায় ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনা পজিটিভ এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘করোনা ডেডিকেটেড এই হাসপাতালে আরও ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।’
হাসপাতালের এই পরিচালক আরও জানান, বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন, সুস্থ হয়েছেন ৩৭ জন।
তিনি বলেন, ‘দূর-দুরান্ত থেকে যেসব রোগী আসেন তাঁদের শারীরিক অবস্থা ভালো থাকে না। যে কারণে মৃত্যুর হার তাঁদের মধ্যেই বেশি। আমরা আমাদের চিকিৎসক ও জনবল নিয়ে এই মহামারি সময়ে চেষ্টা করে যাচ্ছি সঠিক সেবা দেওয়ার।’
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৭২ জনের।
তিনি জানান, নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত শুধু করোনায় ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha