আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ জুলাই বিকেল ৫ টায় ফুলবাড়ী দারুস সূন্নাহ্ সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, জেলা ইউনিট সদস্য সাবেক জেলা শিবিরের সভাপতি সুলতানুল আলম, উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মঞ্জুরুল হক, পৌর আমীর জয়নাল আবেদীন, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাহয়াহ সম্পাদক ও পৌর সেক্রেটারী হাফেজ মুজাহিদুল ইসলাম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার অত্র পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও সমর্থনবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন সম্পর্কে ও দেশের যুব উন্নয়নের সার্বিক দিকনির্দেশনার বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫