আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ পাঠের মধ্যে দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন , উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল আওয়াল, একাডেমি সুপার ভাইজার আসমা খাতুন, উপজেলা একাউন্ট অফিসার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদের ভেটেরিনারি সার্জন বরুন কুমার প্রামাণিক, যুবকের মধ্যে উপস্থিত, মফিজ আহমেদ নাদিম, মাহাফুজ আহমেদ নীরব।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। যুবকদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা প্রয়োজন।আলোচনা সভা শেষে গাভী পালন ও পোশাক শিল্প প্রকল্পের যুব ঋনের ২ জনকে ১ লক্ষ করে মোট ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫