আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে বেহাল দশায় পরিনত হয়েছে। বেহাল সড়কে এখনও দাপিয়ে অবৈধ ট্রলি। ইতোমধ্যে আলফাডাঙ্গা সদর থেকে গোপালপুর বাজার সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, প্রায়ই সময় ঘটছে দুর্ঘটনা। ট্রলি বন্ধে এলাকাবাসী থানায় একাধিক বার লিখিত অভিযোগ দিয়েছেন ।
এসব অবৈধ ট্রলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি মো.ওয়াহিদুজ্জামান। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এ নির্দেশনা প্রদান করেন।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, অবৈধ ট্রলিতে ইট,বালু, মাটি ও বিভিন্ন ভারি মালামাল পরিবহন করে উপজেলার নতুন ও পুরাতন সড়ক ভেঙে বেহাল দশায় পরিনত হয়েছে। সড়কে ঘটছে একাধিক দুর্ঘটনা। ট্রলি বন্ধে এলাকাবাসীর কাছ থেকে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ট্রলি বন্ধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫