মোঃ আমিন হোসেনঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহসভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাইদুল কবির রানা ও সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু। বক্তারা বলেন, নৃশংস নির্যাতনের মাধ্যমে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে—যা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এসব হামলা, মামলা ও হত্যার ঘটনা বন্ধ না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচিতে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আব্দুল কুদ্দুস তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান,মো: খলিলুর রহমান মৃধা, সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ,সাইফুল ইসলাম, খালিদ হোসেন তালুকদার,আমির হোসেন,মশিউর রহমান খান, মাহবুব তালুকদার,মোঃআমিন হোসেন,রাজিব কুমার মালো,ইমরান কৌশিক, নাঈম মল্লিক, মশিউর রহমান রাসেল, তপু পোদ্দার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫