আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য নিয়ে স্বাগত বক্তব্য দেন সেলিম খান। বক্তৃতায় অংশ নেন উপজেলা সমাজসেবা র্মকর্তা
জাহিদ তালুকদার, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল, যুব উদ্যোক্তা আলামিন মোল্যা, রাকিবুল ইসলাম ও তাবাসুম আক্তার প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান। পরে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে ঋণের চেক, সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫