সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো বজলুর রশিদের বাসায় অভিনব পদ্ধতিতে চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা।এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। সোমবার দুপুর ১২ টা থেকে ২টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
বজলুর রশিদ জানান, তার স্ত্রী নাছিমা পারভীন কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।এছাড়া বজলুর রশিদ কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক। সকাল পোনে ১০টায় তারা বাড়ীর গেট বন্ধ করে কর্মস্থলে চলে যান।
এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা টিনের বেড়া পার হয়ে বাড়ীতে প্রবেশ করে। পরে দরজার খিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। চোরেরা ঘরে রাখা কাগজপত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে।এসময় তারা বিভিন্ন ড্রয়ার ও ফাইলে রাখা লক্ষাধিক টাকা নিয়ে যায়।
বিকেল ৫ টায় তারা বাড়ী ফিরে এ ঘটনা দেখতে পান। পরে বিষয়টি কালুখালী থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫