রনি আহমেদ রাজুঃ
মাগুরাতে যৌথ বাহিনীর অভিযানে ভায়নামোড় এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে আসা ৯ কেজির অধিক মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে সেনা-র্যাব-পুলিশের যৌথ একটি টিম।
৯ আগস্ট শনিবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সি পি সি টু ঝিনাইদহ কোম্পানি কমান্ডার এসপি মোঃ বদরুদোজার নেতৃত্বে এই অপারেশন করা হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের দায়িত্বশীল টিম সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ভায়না মোড় এসএ পরিবহনে কিছুদিন আগেও এরকম একটা মাদকের সন্ধান এক জন সাংবাদিক দিয়েছিল মাগুরা জেলা পুলিশকে, কিন্তু দুঃখের বিষয় ওই সাংবাদিক কে বাড়ি থেকে তুলে এনে এসএ পরিবহনে সারারাত বসিয়ে রেখেছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একজনকে পুলিশের লোকদের এবং তথ্য দিয়েছিল যে সাংবাদিক সেই সাংবাদিক কে।
কিন্তু মাদকের সেই প্যাকিং বক্সটি তখন পুলিশ তল্লাশি করে দেখে নাই, কিন্তু কেন? ঠিকই আজকে এস এ পরিবহনে ৯ কেজির অধিক গাজা পাওয়া গিয়েছে। ভায়নার মোড়ের এস এ পরিবহনের আশপাশের দোকান ব্যবসায়ী মালিকেরা বলেন এভাবেই প্রতিনিয়ত এই এসএ পরিবহনের মাধ্যমেই মাদকদ্রব্য পাচার হয়ে থাকে। কিন্তু আগে কখনো তল্লাশি করতো না, এবার যৌথ বাহিনী তল্লাশি করে বিপুল পরিমাণ গাজা পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫