বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। রবিবার ( ১০ আগষ্ট) সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের পশ্চিম বাহাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানয়ীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সহিদ সরদার, ইকলাছ সরদার, বাদল সরদার গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আকমাল সরদার ছবর সরদার, সামিউল সরদার, রুস্তম শেখ, ওজি বেগম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগম গুরুতর আহত হয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত সহিদ সরদার জানান, আমার জমির আগাছা পরিষ্কার করতে বিষ দিলে প্রতিপক্ষ আক্কাস সরদারের কয়েক গোছা ধানের ক্ষতি হয়। আমি তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সাথে কথা বলে বাড়িতে চলে আসি। এরপরে তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে, আমাদের লোকজনকে গুরুতর আহত করে।
আহত আক্কাস সরদার জানান, প্রতিপক্ষ সহিদ সরদার পূর্ব শত্রুতার জের ধরে আমার প্রায় এক বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তার প্রতিবাদ করলে তার লোকজন আমাদের উপর আক্রমণ করে আহত করেছে।
মুকসুদপুর থানার এস আই অনক কুমার সাহা জানান, বাটিকামারী ইউনিয়নের পশ্চিম বাহাড়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পেয়েছি৷ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫