জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রাম হতে বিপুল পরিমাণ মাদকসহ রুহি বানু নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে জয়পুরহাট ডিবি পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (১০ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ডিবি পুলিশের একটি দল বড়তারা গ্রামে অভিযান চালিয়ে আশরাফ আলী আকন্দের বাড়ী হতে ১'শ পিচ ইয়াবা, ৩৫ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে এক নারী মাদক সম্রাজ্ঞী হাতেনাতে গ্রেপ্তার করেন এবং অপর মাদক ব্যবসায়ী আটক নারীর স্বামী আশরাফ আকন্দ (৪৫) পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী রুহি বানু বড়তারা গ্রামের আশরাফ আকন্দের স্ত্রী।
এলাকাবাসী জানান, ক্ষেতলাল থানা পুলিশকে ম্যানেজ করে রমরমা ব্যবসা করে আসছিলেন আশরাফ ও রুহি ওই দম্পতি। আরো জানান, দিন-দুপুরে প্রকাশ্যেই চলে মাদকের এমন রমরমা ব্যবসা। বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে মাদক নিতে আসে মাদকসেবি ও ব্যবসায়ীরা। কেউ নিষেধ করতে গেলে ওই দম্পতি উল্টো হুমকি দিয়ে বলে আমাদের পিছনে লেগে লাভ নাই, পুলিশকে টাকা দিয়ে ঠান্ডা করব।
ডিবি পুলিশের ওসি শাহেদ আল মাহমুদ জানান, উপজেলার নিশ্চিন্তা বাজারে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সময় গোপন সংবাদ পেয়ে এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বড়তারা গ্রামের আশরাফ আলী আকন্দের বাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী রুহি বানুকে গ্রেপ্তার করেন।
তবে অপর মাদক ব্যবসায়ী আশরাফ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামীকে জেলহাজতে প্রেরন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha