বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার পল্লবীতে স্থানীয় জনতার হাতে লাঞ্ছিত হওয়ার পর পুলিশের হাতে সোপর্দ হয়েছেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির। পরে পল্লবী থানা পুলিশ তাকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শুক্রবার সন্ধ্যায় পল্লবীতে এই ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, স্থানীয়দের রোষানল থেকে নাসিরকে পুলিশ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে ফরিদপুরে দায়ের করা মামলার ভিত্তিতে যোগাযোগ করে পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে।
ওসি আরও জানান, নাসিরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। তবে আদালত তাৎক্ষণিক শুনানি না করে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
ফরিদপুর কোর্ট ইন্সপেক্টর নাজনীন খানম বলেন, “মামলার বাদী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম। মামলায় নাসির অন্যতম আসামি।”
পরে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহী বিশেষ কোর্টে শুনানি শেষে গোলাম মোহাম্মদ নাসিরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫