আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১১, ২০২১, ৪:৫০ পি.এম
ভেড়ামারায় টিকা নিতে চাঁদগ্রামে ভিড়
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে রোদ বৃষ্টি উপেক্ষা করে করোনার টিকা নিতে কেন্দ্রে উপচে পড়া মানুষ ভিড়। এলকার নারী-পুরুষ করোনা প্রতিরোধক ২য় ডোজের টিকা স্বাস্থ্যবিধি মেনে নিতে দেখা গেছে।
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন তার দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের মধ্যে দিয়ে টিকা দেওয়া কার্যক্রম ১১আগষ্ট বুধবার সকাল থেকে শুরু হয়।
উল্লেখ্য,গত ৩১ শে মার্চ চাঁদগ্রাম ইউনিয়নে ক্যাম্পিং এর মাধ্যমে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তাদেরকে ২য় ডোজের টিকা শান্তিপূর্ণভাবে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন ও ডাঃ শুভাশীষ সাহা শুভ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যমেডিকেল অফিসার (অন্তঃবিভাগ) অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব তারিকুজ্জামান তারিক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha