বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেতগ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে ৫২টি চায়না দুয়ারী জালসহ প্রায় দুই হাজার মিটার জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মৎস্য অফিসের মাঠ পর্যায়ে কর্মরত সহায়ককর্মীবৃন্দ প্রমুখ।
অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী জানান, আমাদের দেশীয় প্রজাতির মাছ, শামুক, ঝিনুক, কুচিয়া ও মাছের লাভাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যই এই চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫