মোঃ ইকবাল হোসেন:
ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মনিরুজ্জামান এক পথসভা করেছেন।
বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা পৌরসভার অনিরবাণ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সদস্য মিয়া আকরামুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
এ সময় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক কনভেনার আতিকুল্লাহ আতিক, দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাবের আলী বিশ্বাস, মধুখালী গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদ মোস্তফা।
এছাড়া উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, আলফাডাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ূম, অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম লায়ন মাসুম পারভেজ।
পথসভা শেষে দলীয় নেতাকর্মীরা একটি র্যালি বের করেন, যা আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫