কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম স্বাক্ষরিত এক লিখিত আদেশের মাধ্যমে তাদের রদবদল করা হয়।
এর আগে গত ২৪ মে একযোগে কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তা, ৩ জুন ১০ কর্মকর্তাকে রদবদল করা হয়। এ ছাড়াও গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদের কর্মকর্তাদের রদবদল করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থানার চৌরঙ্গী তদন্তকেন্দ্রের ইনচার্জ ইদ্রিস আলীকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে এবং কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে এস এম আশরাফুল আলমকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে এবং জেলা গোয়েন্দা শাখা থেকে মো. মমিনুল ইসলামকে সদর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
কুষ্টিয়া সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মো. রকিব উদ্দিনকে ডি-স্টোর কুষ্টিয়া পুলিশ লাইন থেকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম সরকারকে টিআই (প্রশাসন ও অর্থ) পুলিশ অফিস কুষ্টিয়ার দায়িত্ব পালনের পাশাপাশি ডি-স্টোর পুলিশ লাইনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, জনস্বার্থে বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha