আজকের তারিখ : অগাস্ট ৭, ২০২৫, ৭:৪৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৬, ২০২৫, ১১:৪৭ পি.এম
ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান ইউএনও’র

আরিফুল ইসলাম জয়ঃ
সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা তাঁর সহধর্মিনীর পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। ফোনকারীরা নিজেদের ইউএনও বা ইউএনও’র স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন নম্বর থেকে ফোন করে প্রতারণার চেষ্টা করছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কীকরণ বার্তা প্রকাশ করেছেন ইউএনও। তিনি বলেন, “ইউএনও বা ইউএনও’র সহধর্মিনী কোনো অবস্থাতেই কারো কাছে টাকা চাইবেন না। কেউ যদি এরকম ফোন পান, তাহলে কোনোভাবেই কাউকে টাকা দেবেন না। এটি প্রতারণা।”
তিনি আরও বলেন, “কেউ যদি এমন ফোন পান, তাহলে অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে।”
প্রশাসনের পক্ষ থেকে উপজেলাবাসীকে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা এ ধরনের প্রতারণামূলক ফোন সম্পর্কে সচেতন থাকেন এবং অন্যদেরও সতর্ক করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha