মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, 'যত বড় নেতাই হন না কেন- তিনি যদি কোন অপকর্ম করেন তার জায়গা বিএনপিতে হবে না। যে নেতা ফ্যাসিবাদীবাদীদের আশ্রয়- প্রশ্রয় দেবেন তার জায়গাও বিএনপিতে হবে না। এমনকি কেউ যদি এ জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেয়া হবে না। বিগত ১৬ বছর বিএনপি অস্থির দুঃশাসন অতিক্রম করেছে। মনে রাখতে হবে বাংলাদেশ একক কোন সংগঠনের দেশ নয়। এদেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে।'
বুধবার (৬ আগস্ট) বিকেলে স্থানীয় মুনশি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল) যশোর জেলা বিএনপির বিজয় র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
প্রধান অতিথি অমিত বলেন, 'দীর্ঘ এত বছর কর্মীরা কি কারনে তাদের জীবন উৎসর্গ করেছে; শত শত মামলার শিকার হয়েছে, গুম হয়েছে; রাজপথে দুর্বার আন্দোলন করেছে, জেল খেটেছে এই বিষয়টি প্রত্যেকের মনে রাখতে হবে। আন্দোলনের এই ফসল যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক নেতাকর্মীদের এখন দায়িত্ব পালন করার সময় এসেছে। সব ভেদাভেদ ভুলে সেই দায়িত্ব পালন করতে হবে।'
বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, 'আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকে সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন সেই বিষয়গুলো পাড়া- মহল্লা, গ্রামগঞ্জে প্রত্যেক মানুষের কাছে সে বার্তা পৌঁছে দিতে হবে।' সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র্যালী দড়াটানা- চৌরাস্তা হয়ে যশোর মনিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫