মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে যথাযোগ্য মর্যাদার সাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন, আলোচনা, ভিডিও প্রদর্শনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরদার, পংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজীব রাজা ও পাংশা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি শোভন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল কুদ্দুস মোল্লা। উপস্থাপনা করেন পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খলিলুর রহমান।
পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মামুন-উর-রশিদ জুয়াদ্দার, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (একাডেমিক) মুহাম্মদ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মুহাম্মদ নাজির উদ্দিনসহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫