আরিফুল ইসলাম জয়:
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি।
‘তারুণ্যের আইডিয়ায় আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের চরাঞ্চল উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সায়েম, চিকিৎসক ডা. সাজিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন, শিক্ষক আব্দুস সালামসহ আরও অনেকে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার গর্ভবতী নারী, শিশু, বয়স্ক পুরুষ ও নারীদের বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয় এবং ওষুধ সরবরাহ করা হয় বিনামূল্যে।
চিকিৎসা নিতে আসা এক নারী মহিরণ (৪৫) বলেন, “শরীর দুর্বল ছিল, কাজ করতে পারছিলাম না। ডাক্তার দেখলেন, ওষুধ দিলেন—এক টাকাও লাগে নাই। খুব ভালো লাগছে।”
ইউএনও দীপ জন মিত্র জানান, জেলা প্রশাসকের নির্দেশনা ও জেলা পরিষদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি সফল আয়োজনের জন্য জেলা প্রশাসন, জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫