গোলাম রাব্বীঃ
রংপুর জেলার গংগাচড়া থানার অন্তর্গত খলেয়া ইউনিয়নের ধনতলা বাজারে বাইক চুরির সময় এক চোর জনতার হাতে হাতেনাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধার দিকে ধনতলা জামে মসজিদের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধনতলা বাজারে মাগরিবের নামাজের সময় মসজিদের সামনে রাখা একটি মোটরসাইকেল চুরি করার চেষ্টা করছিল এক ব্যক্তি। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই লোকজন তাকে বাইকের তালা কাটতে দেখে ধাওয়া করে ধরে ফেলেন।
পরে উত্তেজিত জনতা চোরটিকে গণধোলাই দেয় এবং কিছুক্ষণের মধ্যেই গংগাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
গংগাচড়া থানার ডিউটি অফিসার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, ধনতলা বাজার এলাকায় ইদানীং চুরির ঘটনা বেড়ে গেছে। তারা প্রশাসনের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫