ইনামুল খন্দকার:
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টার দিকে মধুখালী থানা রোডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান এর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও বাহারি সাজসজ্জায় সজ্জিত এ মিছিলে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনতার ঢল।
উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ও ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মধুখালী পৌরসভার মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা কর্মপরিষদের সভাপতি ফারুক আব্দুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা সভাপতি রাজিবুল হাসান, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান খান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুদ্দিনসহ হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫