গোলাম মোর্তবা শিকদার রিজু:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান শহীদ সাগরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি জামাল উদ্দিনসহ শহীদ সাগরের বাবা, স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মিরপুর গোলচত্বরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। শহীদ সাগর মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫